সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ জানুয়ারি: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় পুনর্নির্মিত শ্রীরাম মন্দিরের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে ঐ দিন দেশের প্রতিটি বাড়িতে আলোকসজ্জা, প্রদীপ প্রজ্বলন, ও শ্রীরামের আরাধনা করার আবেদন জানানো হয়েছে। সাথে সাথে ঐদিন সরাসরি সম্প্রচারিত মন্দির উদ্বোধন অনুষ্ঠান দেখার আবেদন জানিয়ে বাড়ি বাড়ি প্রচার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ কল্পতরু দিবস থেকে এই কর্মসূচির সূচনা অনুযায়ী আজ সকালে বাঁকুড়া শহরের গোপীনাথপুর, নির্মলডাঙ্গা, রবীন্দ্র সরণী প্রভৃতি এলাকায় বাড়ি বাড়ি প্রচার করা হয়।বিশ্বহিন্দু পরিষদের মধ্যবঙ্গ বিভাগের সম্পাদক তরুণ লায়েক, আরএসএসের বাঁকুড়ার বিভাগের সঙ্ঘচালক রবীন্দ্রনাথ বন্দোপাধ্যায়, জেলা হিন্দু মহাসভার সংগঠন সম্পাদক দুর্গাদাস লৌহ সহ বহু
হিন্দুত্ববাদী কর্মী এই কর্মসূচিতে অংশ নেন।আগামী এক পক্ষ কাল ধরে এই প্রচার কার্যক্রম চালানো হবে বলে জানানো হয়েছে।


