সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ জানুয়ারি: বাঁকুড়া জেলাজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যামে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বাঁকুড়া স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জেলা শাসক সিয়াদ এন পতাকা উত্তোলন, সমবেত কুচকাওয়াজ, প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সংস্থা ট্যাবলো প্রদর্শন করে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, স্কুলের ছেলেমেয়েরা সমবেত অনুষ্ঠান প্রদর্শন করে। জেলা শাসকের সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি।
খাতড়া ও বিষ্ণুপুরে মহকুমা শাসকের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। শাসক দল তৃণমূলের পক্ষ থেকেও দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র পক্ষ থেকে শ্রমিক ভবন প্রাঙ্গনে দিনটি পালন করা হয়। সংগঠনের জেলা সভাপতি রথিন ব্যানার্জি পতাকা উত্তোলন করেন। বাঁকুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়।
বাঁকুড়ায় বিজেপির জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন ও নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন স্থানীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি সুনীল রুদ্র। জেলার বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানে দিনটি পালন করা হয়।
বাঁকুড়া-১ ব্লকের জগদল্লা-২ অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়।” সাংস্কৃতিক ঐতিহ্যের ভারত, জল সমৃদ্ধ ভারত” শিরোনামে প্রজাতন্ত্র দিবস পালন করে এনভায়রনমেন্টাল মিউজিক ফেস্টিভ্যালের প্রশিক্ষক ও শিল্পীরা। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক ও মাই ডিয়ার ট্রিজ অ্যান্ড ওয়াইল্ডসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা শুশুনিয়া পাহাড়ের পাদদেশে সামিল হয়ে সাংস্কৃতিক ঐতিহ্য ও পরম্পরার ভারত ও পরিবেশ বান্ধব ভারত ধরে রাখার লক্ষ্যে এই যৌথ উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানানো হয়।
একই ভাবে ঐক্য, শান্তি ও যোগচর্চার ভারত শিরোনামে প্রজাতন্ত্র দিবস পালন করে যোগ প্রশিক্ষণ কেন্দ্র বাঁকুড়া প্রীতি। বাঁকুড়া অনুশীলন সমিতির পক্ষ থেকে দিনটি মর্যাদার সঙ্গে পালিত হয়।