আমাদের ভারত, ২৬ জানুয়ারি: আজ ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হল সারা দেশের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে মেদিনীপুর পুলিশ লাইন গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী।

উপস্থিত ছিলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সরঙ্গি সহ সারা জেলার সকল প্রশাসনিক আধিকারিকরা। কুচকাওয়াজের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো প্রদর্শিত হয় এই প্যারেড গ্রাউন্ডে। প্রজাতন্ত্র দিবস নিয়ে বক্তব্য রাখেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী।


