আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ জানুয়ারি :
সারা দেশের সঙ্গে ৭১তম প্রজাতন্ত্র দিবস পালন করা হল পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুকে। তমলুকের রাখাল মেমোরিয়াল স্পোর্টস কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক পার্থ ঘোষ। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়। পতাকা উত্তোলনের পর অভিবাদন গ্রহণ এবং তারপরে জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন জেলা শাসক পার্থ ঘোষ। মার্চ পাস্টে জেলা পুলিশের বিভিন্ন বিভাগের কর্মীরা যেমন অংশ নিয়েছে তেমনি বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে।
সরকারি ও বেসরকারি সুসজ্জিত বিভিন্ন ট্যাবলোর প্রদর্শন অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়েছে। সবশেষে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল মন কেড়ে নেওয়ার মত। এই অনুষ্ঠান ঘিরে উৎসাহী দর্শকের সংখ্যা নজর কাড়ে।