আমাদের ভারত,৩০ ডিসেম্বর:দেশের জিডিপি এখন প্রায় তলানিতে। অর্থনৈতিক মন্দায় ধুঁকছে দেশ। আর তা নিয়ে বিরোধীদের কটাক্ষের কোন সীমা নেই। কিন্তু তার মধ্যে আশার কথা শোনালো বৃটেনের সেন্টার ফর ইকোনমিক রিসার্চ অ্যান্ড বিজনেস রিসার্চ। এই সংস্থার দাবি ২০২৬ সালে আর্থিক বৃদ্ধির নিরিখে ভারত ছাপিয়ে যাবে জার্মানিকেও। ওই সংস্থার তাদের করা সমীক্ষার রিপোর্টে এমনটাই জানিয়েছে।
এখানেই শেষ নয় সমীক্ষার রিপোর্ট বলছে ২০৩৪ সালে জাপানকেও ছাপিয়ে যাবে ভারত। বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ হবে ভারত।
মোদী সরকার দাবি করেছে ভারত ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ২০২৪ সালের মধ্যে। ব্রিটেনে সংস্থাটির হিসেব মতো ওই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে ভারতের আরও ২ বছর বেশি সময় লাগবে।
ওই সংস্থার রিপোর্টে বলা হয়েছে ২০১৯ সালে ভারত ফ্রান্স ও ব্রিটেনকে টপকে পঞ্চম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। তবে দুনিয়ায় চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ হবে ভারতকে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য বিশ্বে আর্থিক বৃদ্ধির হারে এগিয়ে থাকা দেশ হিসেবে ভারতকে মনে করা হলো এই সেপ্টেম্বরে ভারতের জিডিপি বৃদ্ধির হার কমে ৪.৫ শতাংশ হয়েছে। কমেছে দেশে বিনিয়োগের পরিমাণ। কাজের বাজার সংকুচিত হয়েছে। আর তা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে চূড়ান্ত সোচ্চার হয়েছেন বিরোধীরা।