পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: আজ মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ঌ নম্বর ওয়ার্ডের সারদানগর এলাকায় শ্রী শ্রী সারদা মায়ের মূর্তি প্রতিস্থাপন করা হলো। প্রসঙ্গত, আজই সারদা মায়ের ১৭২তম আবির্ভাব দিবস। আজকের এই পবিত্র দিনে সারদা মায়ের মূর্তি স্থাপন এবং নবনির্বিত সারদা ভবনের শুভ দ্বারোদ্ঘাটন করলেন ভারত সেবাশ্রম সংঘ মেদিনীপুর শাখার সম্পাদক পরমপূজ্য শ্রীমত স্বামী মিলনানন্দজী মহারাজ।
উপস্থিত ছিলেন উদ্যোক্তা তথা ঌ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসু, ওয়ার্ড কমিটির সদস্য সঞ্জয় মিত্র, ঌ নম্বর ওয়ার্ড কমিটির সম্পাদক মুরলি মোহন মান্না, সমাজসেবী অসিত মন্ডল, অনয় মাইতি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।