দাঁতনে ফের বোমা বিস্ফোরণে আতঙ্ক, অভিযুক্ত তৃণমূল, আটক ১

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: দাঁতন থানা এলাকায় ফের বোমা বিস্ফোরণে চাঞ্চল্য।সোমবার রাতে দাঁতন থানার তররুই গ্রাম পঞ্চায়েতের পুন্দড়া এলাকায় অধর গড়াইয়ের বাড়ির পিছনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাশের বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ভাঙ্গা কংক্রিটের টুকরো।

এলাকাবাসীদের অভিযোগ, এলাকায় সন্ত্রাস করার জন্য বাড়িতেই মজুত রেখেছিল বোমাগুলি। কোনোভাবে বোমাগুলি ফেটে যায়।এলাকাবাসীর দাবি, ২০১৩ সালে তৃণমূলের বুথসভাপতিকে বোম চার্জ করে এই অধর গড়াই।যদিও তার রাজনৈতিক পরিচয় নিয়ে দ্বন্দ্বে স্থানীয়রা। পরিবার সুত্রে খবর, হঠাৎ বিকট শব্দ পেয়ে ছুটে এসে দেখেন বোমা বিষ্ফোরণ হয়েছে।তবে কিভাবে হয়েছে তা অজানা। অধর বাবু তৃণমূলের সাথে যুক্ত।
যদিও তৃণমূলের সাথে তার যে যোগ রয়েছে তা মানতে নারাজ শাসক শিবির। তাদের দাবি, শান্ত এলাকাকে অশান্ত করতে বাড়িতে মজুত করেছে বোমা। ২০১৯ সাল থেকে তিনি বিজেপি করতেন।

যদিও বিস্ফোরণের ঘটনার পর আতঙ্কিত এলাকার মানুষজন।কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে দাঁতন থানার পুলিশ। ইতিমধ্যেই অধর গড়াইকে আটক করেছে দাঁতন থানার পুলিশ। তবে তার রাজনৈতিক পরিচয় নিয়ে চাপানউতোর সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *