Overbridge, Sodepur, ১৯ জুলাই মধ্যরাত থেকে শুরু হবে সোদপুর ওভারব্রিজের সংস্কারের কাজ

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ জুলাই: দীর্ঘ দিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ধুঁকতে থাকা সোদপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত সোদপুর ওভারব্রিজটি সংস্কারের কাজ শুরু হবে। ১৯ জুলাই মধ্যরাত থেকে ব্রিজটির মেরামতির কাজ শুরু হবে।

প্রসঙ্গত, সোদপুর- মধ্যমগ্রাম ও বারাসাতের সংযুক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ব্রিজটি। এই ব্রিজটির নিচে রয়েছে বাজার আর অসংখ্য দোকান। সেই সঙ্গে ব্রিজের নীচ দিয়ে করে ট্রেন চলাচল। কিন্তু ব্রিজটি তৈরি হওয়ার পর থেকে তেমন ভাবে এটি আর সংস্কার করা হয়নি। কিন্তু বর্তমানে ক্রমাগত ভারী গাড়ি যাতায়াতের ফলে ধুঁকছে ব্রিজটি। কিন্তু ব্রিজটি সংস্কারের জন্য যে অর্থ বরাদ্দ করা দরকার ছিল সেটি মিললেও পূর্ত দপ্তরে ব্রিজটি সারানোর টেন্ডার আটকে থাকায় ব্রিজ সংস্কারের কাজ আটকে ছিল। কিন্তু সেটি মিটতেই এবার কাজ শুরু হবে।

প্রতি শুক্রবার মাঝ রাত থেকে ব্রিজটি বন্ধ রেখে কাজ চলবে। সোমবার ভোর পর্যন্ত চলবে এই কাজ। এই ভাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সোদপুর ব্রিজের সংস্কারে কাজ। আর তখন এই ব্রিজ পারাপার সম্পূর্ণ বন্ধ থাকবে। তার পরিবর্তে পৌরসভা কর্তৃক নির্ধারিত বিকল্প রাস্তা এফোর রোড দিয়ে যানবাহনের চলাচল করানো হবে।

সম্প্রতি পৌরসভার আবেদনে সাড়া দিয়ে পি ডব্লিউ ডি সোদপুর এফোর রোডটি সংস্কার করে খুলেও দিয়েছে বলে জানালেন পৌর প্রধান সোমনাথ দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *