Mahafezkhana, Medinipur, মেদিনীপুরের জেলাশাসকের কার্যালয়ের ‘মহাফেজখানা’র নতুন রূপে সংস্কার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুলাই: পশ্চিম মেদিনীপুরের জেলা সদর মেদিনীপুরের জেলাশাসকের কার্যালয়ে অবস্থিত ‘মহাফেজখানা’ বা ‘রেকর্ড রুম’ (Record Room) নবরূপে সংস্কার করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে। বুধবার দুপুরে ‘মহাফেজখানা’-র সেই নব সংস্করণের উদ্বোধন করেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী। তিনি জানান, মেদিনীপুর শহর স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। সেই ঐতিহাসিক মেদিনীপুরের সুপ্রাচীন এবং ঐতিহাসিক মূল্যবান নানা তথ্য (নথিপত্র) সুসংহত ও সুসংবদ্ধ রূপে সংরক্ষণ করার উদ্দেশ্যেই মহাফেজখানার সংস্কার করা হয়েছে।

এদিন জেলাশাসক এও জানান, “জেলার এই মহাফেজখানা বা রেকর্ড রুমে ১৮০০ সাল (কিছু নথি আছে ১৭০০ সালেরও) থেকে অবিভক্ত মেদিনীপুরের নানা তথ্য, ইতিহাস, মানচিত্র প্রভৃতি আছে। ব্রিটিশ শাসিত বা পরাধীন ভারতবর্ষের প্রশাসনিক নিয়ম, মানচিত্র থেকে শুরু করে ঐতিহাসিক বিভিন্ন নথিপত্রের মাধ্যমে গবেষক, ছাত্র-ছাত্রীরা যেমন সমৃদ্ধ হতে পারবেন, ঠিক তেমনই আমরাও সেই সময়ের অবিভক্ত মেদিনীপুরের একাধিক মানচিত্র কিংবা প্রশাসনিক নিয়ম-কানুন সম্পর্কে অবহিত হতে পারব।”

জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, মেদিনীপুরের এই মহাফেজখানাতে তালপাতায় লেখা নির্দেশনামা, প্রথম জনগণনা সম্পর্কিত তথ্য সহ নানা প্রাচীন নথিপত্র সংরক্ষিত আছে। এগুলি ঐতিহাসিক, গবেষক তথা পড়ুয়াদের নিঃসন্দেহে সমৃদ্ধ করবে। আগামী দিনে এই মহাফেজখানার আরো বিস্তার ঘটানো হবে বলে জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *