জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ সেপ্টেম্বর: মঙ্গলবার সকালে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে ভগৎ সিং ফাউন্ডেশনের উদ্যোগে বীর বিপ্লবী শহিদ-ই-আজম ভগৎ সিং’য়ের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বিপ্লবীর প্রতিকৃতিতে মাল্যদান ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিনটি পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, প্রদীপ সিংহ মহাপাত্র, সমাজকর্মী কুন্দন গোপ, মানস প্রামাণিক, সুব্রত চক্রবর্তী, পিনাকী পাল, সুরজিৎ সরকার, সুনীল যাদব সহ অন্যান্যরা। স্বাধীনতা সংগ্রামে ভগৎ সিংয়ের অবদানের কথা উল্লেখ করেন তারা।
ভগৎ সিং ১৯০৭ সালের ২৮ সেপ্টেম্বর (মতান্তরে ২৭ সেপ্টেম্বর) পরাধীন ভারতের অবিভক্ত পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। তিনের দশকে তিনি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন।