অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩১ জুলাই: সুবর্ণরেখা নদী অববাহিকার ভাষা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার তাগিদে সম্মিলিত হলেন সুবর্ণরৈখিক কবিরা। সুবর্ণরৈখিক ভাষার প্রখ্যাত কবি প্রয়াত বিষ্ণুপদ ভুঁইঞার স্মরণ সভার মাধ্যমে এই কবি সম্মেলনের আয়োজন করে সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ ‘আমারকার ভাষা আমারকার গর্ব’।

রবিবার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া বিদ্যাসাগর শিক্ষায়তন উচ্চ মাধ্যমিক স্কুলে সারাদিনের একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের প্রাণের ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলাপ আলোচনা করেন সুবর্ণরৈখিক কবিরা। পাশাপাশি স্মরণ করেন প্রয়াত কবি বিষ্ণুপদ ভুঁইঞার অবদান সম্পর্কে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রুপের অ্যাডমিন বিশ্বজিত পাল, আনন্দ পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা, বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোদী সহ এলাকার বহু বিশিষ্ট কবি।

কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ওসি সুদীপ পালোদী বলেন, এলাকার ভাষা চর্চা বিষয়ে প্রয়াত শিক্ষক বিষ্ণুপদ ভুঁইঞার যথেষ্ট অবদান রয়েছে। তার সঙ্গে সুবর্ণরৈখিক ভাষা চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপের সামাজিক কার্যকলাপের প্রসংশা করেন পুলিশ আধিকারিক।
গ্রুপের অ্যাডমিন বিশ্বজিত পাল বলেন, আজকে ঝাড়গ্রাম জেলার মধ্যে প্রথম কোনো সুবর্ণ কবির স্বরণ সভা অনুষ্ঠিত হল। আজ এই স্মরণ সভার পাশাপাশি সুবর্ণরৈখিক কবিদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়।

