সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ আগস্ট: যথাযোগ্য মৰ্যাদায় আজ বিভিন্ন স্থানে খাদ্য আন্দোলনের শহিদদের স্মৃতিতে শহিদ দিবস পালন করা হয়। সিআইটিইউ এর উদ্যেগে বিভিন্ন শ্ৰমিক সংগঠনের পক্ষে শহিদ বেদীতে মাল্য দান, পতাকা উত্তোলন ও ১৯৫৯ সালে ঘটে যাওয়া খাদ্যের দাবিতে আন্দোলনরত শ্ৰমিক কৃষকদের মিছিলে পুলিশের লাঠি ও গুলি চালানোর ঘটনা ও ৮০ জন মানুষের জীবনহানির ঘটনা তুলে ধরে শহিদদের স্মৃতি তৰ্পন করা হয়।
আজ সকালে কেরানী বাঁধে নন্দী মিলে, রেলওয়ে গুডস সেডে, কামারমাঠে মুটিয়া ভবনে, বিড়ি শ্ৰমিকদের ভবনে, কোআপারেটিভ বিড়ি কারখানায় আয়োজিত অনুষ্ঠানে শহীদদের স্মরণ করা হয়। এছাড়াও বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যান্ডে বাস শ্ৰমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শহিদদের শ্ৰদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সিটু নেতা কিঙ্কর পোষাক, প্ৰতীপ মুখাৰ্জি, ভৃগুরাম কৰ্মকার, উজ্বল সরকার প্ৰমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংযুক্ত কৃষক মোৰ্চার ২৫ সেপ্টেম্বর ভারত বন্ধের প্ৰতি পূৰ্ণ সমৰ্থন জানানো হয়।