আমাদের ভারত, হুগলী, ২৫ মে: ব্রিটিশ শাসন কালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখনীর ধারে ক্ষুব্ধ ব্রটিশরা বন্দী করেছিলেন কবি’কে। বন্ধ করে দেওয়া হয়েছিল তাঁর কাগজ থেকে সমস্থ প্রকাশনা। বন্দী করে তাঁকে আলিপুর সেন্ট্রাল জেল থেকে পাঠানো হয়েছিল চূঁচুড়ার জেল খানায়। বন্দী থাকাকালীন টানা উনচল্লিশ দিন অনশন করেছিলেন কবি এই জেলে বসেই। বিশ্বকবির অনুরোধে সেই অনশন তোলেন তিনি। আজও বিদ্রোহী কবির স্মৃতিধন্য সেই কক্ষ সহ তাঁর মূর্তি রয়েছে হুগলী জেলে।
আজ কবির জন্মদিনে সেই কক্ষে কবির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানায় চূঁচুড়া পুরসভা এবং নজরুল স্মৃতি রক্ষা কমিটি। একে লকডাউন তার ওপর ঝড়ের ধাক্কা। তাই অন্য বছরের মত ঘটা করে না হলেও কবিকে স্মরন করতে ভুললেন না এই মানুষরা।