জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ জুলাই: মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি “মিসাইল ম্যান” এপিজে আবদুল কালামের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার কালামের প্রয়াণ দিবসে প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে স্মরণ করেন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারা।
সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে কালামের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, পরিচালন সমিতির সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষাকর্মী ইন্তাজ আলী খান প্রমুখ। মাধ্যমিকের ফলাফল বের হওয়ার পর বিদ্যালয়ে এখন পিপিআর/ পিপিএসের কাজ চলছে। সেই কাজে আসা শিক্ষক-শিক্ষাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচি হয়। উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ জুলাই সন্ধ্যেয় কালাম শিলংয়ে প্রয়াত হন।