আমাদের ভারত, ২ অক্টোবর: “মোহন ভাগবত তাঁর শতবার্ষিক বক্তৃতায় বললেন, হিন্দুধর্ম পৃথিবীকে বহু কিছু দিয়েছে, যতদিন হিন্দুধর্ম থাকবে ততদিন আমাদের উন্নতি হতে থাকবে।” বৃহস্পতিবার এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
এক্সবার্তায় তথাগতবাবু জানালেন, “হিন্দু কখনো কারুকে আক্রমণ করেনি, কিন্তু আক্রান্ত হলে তাকে প্রতিহত করা জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। মোহনজী পশ্চিমবঙ্গের স্বয়ংসেবক-কবি কেশবচন্দ্র চক্রবর্তীর লেখা কবিতা থেকে দুটি লাইন উদ্ধৃত করলেন- অবশ্যই মরাঠী উচ্চারণে। শুনে মন ভরে গেল। মনে রাখার মত একটি বক্তৃতা।”
প্রসঙ্গত, ভাগবত ওই বক্তৃতায় আরও বলেন, “চার ধরনের হিন্দু আছে – যারা গর্বের সঙ্গে এটি ঘোষণা করে, যারা অনুভব করে কিন্তু বলে না, যারা জানে কিন্তু নিজেদের ভারতীয় বলে দাবি করে এবং যারা তাদের পরিচয় সম্পর্কে অজ্ঞ।” রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্বদেশি সমাজ’-এর সূত্র ধরে আরএসএস প্রধান বলেন, “সমাজ কেবল রাজনীতির মাধ্যমে জাগ্রত হতে পারে না। এর জন্য নেতৃত্ব এবং সমাজে সম্মানিত নেতাদের প্রয়োজন, যারা সত্যিকার অর্থে প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিবর্তনের অনুপ্রেরণা জোগাতে পারেন।”

