আমাদের ভারত, মেদিনীপুর, ৯ মে: করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুরের জেলা শাখার উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়েছে।
দেরিতে পাওয়া খবরে জানা গেছে, শুক্রবার মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে অবস্থিত সমিতির জেলা দপ্তর গোলোকপতি ভবনে আয়োজিত কর্মসূচিতে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন এবিটিএ-এর জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, মেদিনীপুর সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খান, প্রাক্তন জেলা সম্পাদক অশোক ঘোষ, অভিষেক দে, অচিন্ত্য সিনহা প্রমুখ শিক্ষক নেতৃত্ব।