আমাদের ভারত, ৪ সেপ্টেম্বর: আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করলো আইএমএ। আন্দোলনকারীদের উদ্দেশ্যে লেখা একটি চিঠিতে ভারতীয় চিকিৎসক সংগঠনের সভাপতি লিখেছেন আরজিকরে ঘটনা গোটা দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে, দেশ ওই নিহত চিকিৎসককে কন্যার মর্যাদা দিয়েছে। ওই ঘটনা চিকিৎসক সম্প্রদায়কে আলোরিত করার মতো। সুপ্রিম কোর্ট স্বতপ্রণোদিত হয়ে মামলাটি শুনছে, তাই এবার আন্দোলনকারী চিকিৎসকরা বিচারের বিষয়টি সুপ্রিম কোর্টের হাতেই ছেড়ে দিন। তারা এবার নিজেদের কাজে ফিরুন।
চিঠিতে আইএমএ সভাপতি বিশেষ গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্টের ভূমিকাকে। তিনি বলেছেন, দেশের চিকিৎসক সম্প্রদায়ের উচিত সুপ্রিম কোর্টের বক্তব্যকে মেনে চলা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি। সেই সুনানিতে শীর্ষ আদালত কী বলে সেদিকে নজর গোটা দেশের। তার আগের দিনেই আন্দোলনরত চিকিৎসকদের তাদের দায়িত্ব স্মরণ করালো আইএমএ।
সুপ্রিম কোর্টে আরজিকর মামলা নিয়ে আগে শুনানিতে দেশে চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করেছিলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। কিন্তু তার পরও পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজের প্রতিবাদ কর্মসূচি বন্ধ হয়নি।আরজিকরের আন্দোলনকারী চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, তারা কর্মবিরতি প্রত্যাহার করছেন না। ফলে সভাপতি সুপ্রিম কোর্টের এই অনুরোধের কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, সুপ্রিম কোর্ট চিকিৎসকদের বলেছে আমাদের উপর আস্থা রাখুন, বিচার ও ঔষধ বন্ধ হওয়া উচিত নয়। আদালতে দেওয়া এই কথাটি সাধারণ নাগরিক হিসেবে মান্য করা উচিত চিকিৎসক সম্প্রদায়ের।
আইএমএ বলেছে, রোগীদের যত্ন এবং তাদের সুরক্ষার ব্যবস্থা করা চিকিৎসকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবার কাজে আবার ফিরে আসা। বিচারের জন্য তারা বরং শীর্ষ আদালতের উপর ভরসা রাখুক।