পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ সেপ্টেম্বর: একদিকে যখন রাজ্যজুড়ে দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে সাধারণ মানুষ, তখন অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য প্রশাসন ব্যতিক্রমী এক নজির গড়ল। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় সম্প্রতি ঘটা বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব মানুষদের পাশে দাঁড়াতে ত্রাণসামগ্রী বিতরণে উদ্যোগ নিল রাজ্য সরকার।

ঘাটালের বিভিন্ন এলাকায় অসংখ্য মানুষ এই বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেইসব মানুষের মুখে সামান্য হলেও পুজোয় হাসি ফোটাতে এগিয়ে এলো প্রশাসন। এদিন বহু সংখ্যক মানুষের মধ্যে চাল, ডাল, পোশাক, শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক তথা জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি। তিনি জানান, “পুজোর আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তার ভাগ সকলে পায়। আমরা চেষ্টা করছি, যাতে দুর্গা পুজোর আগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ কিছুটা স্বস্তি পান।”

ত্রাণ বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় প্রশাসন ও ত্রাণ দপ্তরের আধিকারিকরা। বিধায়ক অজিত মাইতি এবং ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের সদস্য শঙ্কর দোলই, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি দিলীপ মাঝি’র সহযোগিতায় স্থানীয় স্বেচ্ছাসেবক এবং পঞ্চায়েত সদস্যরাও সক্রিয় ভূমিকা নেন। এমন মানবিক উদ্যোগ ঘাটালের মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। পুজোর কদিন অন্তত একটু হাসিমুখে কাটানোর আশায় বুক বাঁধছেন তাঁরা।

