আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ মে: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের অ্যালমনি অ্যাসোসিয়েশনের প্রাক্তনীদের উদ্যোগে শনিবার মেদিনীপুর সদর ব্লকের বড়-বাড়ুয়া গ্রামের ১০০টি অসহায় পরিবারের হাতে আলু, পেঁয়াজ, ডাল, সোয়াবিন, তেল, নুন, চিঁড়ে, সাবান সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

প্রাক্তনীদের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক অধ্যাপক ডঃ পীযূষ কান্তি জানা, রত্নাকর কুণ্ডু, ডঃ নকুল মণ্ডল ও দ্যুতি সামন্ত প্রমুখ। কর্মসূচি রূপায়ণে সহযোগিতা করেন মাণিকলাল মেমোরিয়াল ফাউন্ডেশনের দুই সদস্য অনির্বাণ সাঁতরা ও সঞ্জয় বিশ্বাস। এর আগেও তারা সদর ব্লকের বিভিন্ন গ্রামে ত্রাণ বিলি করেছেন।

