নন্দীগ্রামে ১০০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দান স্বেচ্ছাসেবী সংস্থার

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৯ মার্চ: দেশজুড়ে করোনা আক্রমণের থাবায় মানুষ যখন বিপন্ন তখন গৃহবন্দি মানুষের ত্রাণ নিয়ে এগিয়ে এলেন নন্দীগ্রাম-২ ব্লকের সমাজসেবী প্রতিষ্ঠান দক্ষিণ ঘোলপুকুরিয়া সোনালী সংঘ ও পাঠাগার। এলাকার এক হাজার পরিবারের হাতে তারা বিভিন্ন সামগ্রী তুলে দেন।

নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ২০টি সংসদের মোট এক হাজার পরিবারকে এলাকার করোনার আতঙ্কিত গৃহবন্দি দুস্থ পরিবারের মানুষজনকে আপৎকালীন ত্রাণ হিসাবে মুড়ি, বাতাসা, মাক্স, স্যানিটাইজার তুলে দেয় নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের সমাজসেবী প্রতিষ্ঠান দক্ষিণ ঘোলপুকুর সোনালী সংঘ ও পাঠাগার। সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা মোকাবিলায় সবাইকে সংঘের পক্ষ থেকে সবাইকে সতর্কতা গ্রহণের বার্তা দেওয়া হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতির জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরিতোষ জানা, এছাড়া উপস্থিত ছিলেন বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হরিপদ মান্না, দক্ষিণ ঘোলপুকুরিয়া সোনালী সংঘের সভাপতি শ্রী দেব প্রসাদ মাইতি, সম্পাদক অশোক কুমার দাস সহ সদস্য, সদস্যা বৃন্দ ও গ্রাম সংসদের সকল সদস্য, সদস্যাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *