আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ জুন: পূর্ব মেদিনীপুরে আমফান বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াল অখন্ড মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। সোমবার সকালে হলদিয়া মহাকুমার সুতাহাটা ব্লকের হুগলী নদীর পাড়ে অবস্থিত কুকড়াহাটি সংলগ্ন এড়িয়াখালি, রায়নগর, ফকিরনগর, নটপটিয়া, সদর আমচক(সদারামচক) এলাকার ৬৪টি পরিবারের হতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ত্রাণ হিসেবে তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রী হিসেবে সরিষার তেল, মুসুর ডাল, মুড়ি, চিঁড়ে, সয়াবিন, আলু, পেঁয়াজ, নুন, চিনি, বিস্কুট, আমুল দুধ, সুজি ইত্যাদি দেওয়া হয়। এছাড়াও প্রতিটি পরিবারকে ত্রিপল, মশারি, সাবান, স্যানিটাইজার, মাস্ক, স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে।
এর আগে সংগঠনের পক্ষ থেকে হলদিয়া, কাঁথি, মায়াচর এলাকায় বিভিন্ন পর্যায়ে ৩৮২টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের “সুফল সবুজ” প্রকল্পে ৩৯৭টি ফলের গাছ বিলি করা হয়েছে। সোমবারের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড: মৌসম মজুমদার, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক কৃষ্ণ প্রসাদ ঘড়া, শুভঙ্কর ভূঁইয়া, চন্দন মন্ডল, গৌতম নন্দ, সৌমিত্র মান্না, কমলিকা সামন্ত প্রমুখ সদস্য-সদস্যাবৃন্দ এবং সংস্থার শুভানুধ্যায়ী শ্যামল কুমার সেন, সায়ন্তন দাস প্রমুখ।
সংস্থার পক্ষে কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজন বেরা ও সভাপতি রিংকু চক্রবর্তী জানান, শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আগামীদিনে তাঁরা আমফান বিধ্বস্ত আরও কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।