আমাদের ভারত, মেদিনীপুর, ৭ মে: লকডাউনের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াল মেদিনীপুর সদর ব্লকের গোপীনাথপুর সারদা আশ্রম। বুধবার সকালে ত্রাণ বিলির দ্বিতীয় পর্যায়ে আশ্রম থেকে পার্শ্ববর্তী এলাকার আর্থিক দিক থেকে দুর্বল এরকম ২০০টি পরিবারের হাতে আশ্রমের পক্ষ থেকে ত্রাণ তুলে দেওয়া হয়। মূলতঃ মুড়ি, চানাচুর, বিস্কুট জাতীয় শুকনো খাবার দেওয়া হয়েছে। ত্রাণ কর্মসূচিতে প্রধান প্রব্রাজিকা বেদবতী, প্রব্রাজিকা সুলভা, প্রব্রাজিকা অজয়া সহ অন্যান্য প্রব্রাজিকারা উপস্থিত ছিলেন। এর আগে ত্রাণ বিলির প্রথম পর্যায়ে আশ্রমের তরফে ৬০টি পরিবারকে সাহায্য করা হয়েছিল।