আমাদের ভারত, মেদিনীপুর, ১ মে: আজ শ্রমিক দিবসে মেদিনীপুর শহরের বেশ কয়েকটি এলাকায় বিভিন্ন সংগঠন ও সংস্থার উদ্যোগে রান্না করা খাবার ও ত্রাণ বিতরণ করা হয়েছে। এদিন শহরের কর্নেলগোলা এলাকায় তীর্থঙ্কর ভকতের নেতৃত্বে আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা শতাধিক গরিব মানুষকে ত্রাণ দিয়ে সহযোগিতা করেছেন। এদিন বিশ্বনাথ পাণ্ডবের উদ্যোগে শহরের ঐক্যতান ক্লাবের পক্ষ থেকে আড়াই হাজার মানুষের দুপুরের খাবার রান্না করা হয় এবং তা সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারণ গরিব মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি এদিন দুপুরবেলা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের আত্মীয় পরিজনদের রান্না করা খাবার বিতরণ করেছে।

