৪০০ কিমি নয়, ৪০ কিমি দূরত্বের মধ্যে আনা হোক স্বামী সন্তানদের, এই দাবি নিয়ে পুলিশ কর্মীর স্বজনেরা বনগাঁ জেলা পুলিশ সুপারের দফতরে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ মে: হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রায় ৮০ জন পুলিশ কর্মীর আত্মীয়ারা। তাদের দাবি, ৪০০ কিমি দূরে নয, ফিরিয়ে আনা হোক বাড়ি থেকে ৪০ কিমি দূরত্বের মধ্যে৷ বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মানবিকতার সঙ্গে বিবেচনা করা হোক বিষয়টি। এমনই আবেদন নিয়ে এদিন উত্তর ২৪ পরগনার জেলা পুলিশ সুপারের অফিসের সামনে একত্রিত হয়ে স্মারকলিপি তুলে দিলেন পুলিশকর্মীদের পরিবারবর্গের সদস্যেরা৷

পুলিশ কর্মীর পরিবারের সদস্যদের দাবি, তাদের কারও সন্তান, কারও স্বামী, কারও আবার ভাই, বর্তমানে বাড়ি থেকে বহুদূরে পোস্টিং রয়েছে। কেউ সুন্দরবন, সন্দেশখালি, ভাঙ্গড় সহ জেলা এবং জেলার বাইরেও অনেকে পোস্টিং রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তারা কেউই বাড়িতে আসতে পারছেন না। পুলিশকর্মীদের পরিবারের দাবি, চাকরির প্রতি তাদের যেমন দায়বদ্ধতা রয়েছে, কর্তব্য রয়েছে, ঠিক তেমনি পরিবারের প্রতিও পুলিশ কর্মীদের কর্তব্য ও দায়িত্ব রয়েছে। যাতে তারা বাড়ি থেকে ৪০ কিমির মধ্যে পোস্টিং পায় এমন দাবি নিয়ে এদিন স্মারকলিপি তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার অফিসে না থাকায় তার পক্ষ থেকে অন্য আধিকারিক স্মারকলিপি জমা নেয়। পুলিশকর্মীদের পরিবারের দাবি, তাদের আবেদন পৌঁছে দেওয়া হোক রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। তাদের আশা রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বিষয়টি মানবিকতার সঙ্গে দেখবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *