আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ সেপ্টেম্বর: জগদ্দলের শ্যামনগরের রাহুতায় বিজেপি কর্মীর মা বৃদ্ধা শোভা রানী মন্ডল খুনের ঘটনায় মূল অভিযুক্ত রতন হালদারকে গ্রেফতার করল সিবিআই। এই ঘটনায় কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছেন মৃতার পরিবার। তবে তারা অন্যান্য অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন।
নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজনৈতিক হিংসার কারণে উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া ও জগদ্দললের বিভিন্ন এলাকা। ভোটের ফল ঘোষণার দিন শ্যামনগরের রহুতার বাসিন্দা বিজেপি কর্মী কমল মণ্ডলের বাড়িতে চড়াও হয় এক দল দুষ্কৃতী। তারা কমল মণ্ডলকে মারধর করতে থাকে। সেই সময় ছেলেকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা কমল মণ্ডলের মাকে মারধর করে বলে অভিযোগ। এরপর হাসপাতালে মৃত্যু হয় শোভা রানী দেবীর। এই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। তারা তদন্ত করতে এসে মৃত শোভা রানী দেবীর পরিবারের লোকদের সাথে কথা বলেন। সেই তদন্ত অনুযায়ী এই খুনের ঘটনায় জড়িত অভিযুক্তদের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সিবিআইয়ের প্রতিনিধিরা। ধৃতের বাড়ি রাহুতার লিচু মাঠ এলাকায়।

সূত্র বলছে, সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে রতন ওই বৃদ্ধার মাথায় বাশঁ দিয়ে আঘাত করেছিল। ধৃতকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।
সূত্রের খবর, সিবিআই তদন্তে আসার পর থেকে খুনে অভিযুক্তরা এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। কিন্তু রতন হালদার বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে। আর এই দিন রাতেই আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে রতনকে ওইদিন রাতেই সিবিআই দপ্তরে নিয়ে যান তদন্তকারীরা। এই ঘটনায় অভিযুক্ত এক জন গ্রেপ্তার হলেও বাকি অভিযুক্তরা পালিয়ে গেছে।
তবে এই বিষয়ে মৃত শোভা রানী দেবীর পরিবারের সদস্যদের বক্তব্য, “এক অভিযুক্তকে ধরা হলেও বাকিরা এখনো অধরা রয়েছে। আমরা এক অভিযুক্তের গ্রেপ্তারিতে খুশী। কিন্তু বাকিদের দ্রুত খুঁজে বের করে গ্রেফতার করা হোক।”
এই ঘটনা সম্পর্কে স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য, “আইন আইনের পথে চলবে। আদালত যা বলবে তাই মেনে নেওয়া হবে।”

