পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: আজ পশ্চিম মেদিনীপুর জনশিক্ষা প্রসার দপ্তরের ব্যবস্থাপনায় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রদ্যোত স্মৃতি সদনে হয়ে গেল পশ্চিমবঙ্গ জনশিক্ষা প্রসার দপ্তরের অধীনস্ত কল্যাণ আবাস সমূহের ‘আঞ্চলিক স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’।

এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীড়ভূম ও পশ্চিম মেদিনীপুরের ১২টি কল্যাণ আবাসের প্রায় ২৫০ জন আবাসিকরা। অনুষ্ঠানের সূচনা হয় একটি বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে। প্রতিযোগিতার বিষয় ছিল বসে আঁকো, দলগত লোকনৃত্য ও একাঙ্ক নাটক।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, অতিরিক্ত জেলা শাসক সন্দীপ টুডু, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক তপু বসু সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। অনুষ্টানটি ঘিরে আবাসিকদের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতন।

