পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: আবাস যোজনার তালিকায় দুর্নীতি ইস্যুতে এলাকাবাসীদের অভিযোগ স্বীকার করে নিলেন অঞ্চলের প্রধান। আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদে আবাস যোজনার দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে অঞ্চল অফিস ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। এমনকি অঞ্চল অফিসের মূল গেটের কাছে রাস্তায় বসে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যান তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বেলদা থানার পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, আবাস যোজনার যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে একাধিক ভুল রয়েছে। কারণ যারা আবাস যোজনার প্রাপক তাদের পাকা বাড়ি রয়েছে। এমনকি একই পরিবারের একাধিকজনের নামে এই তালিকা তৈরি হয়েছে। তাই নতুন করে তালিকার সংশোধন করে প্রকৃত প্রাপকদের নাম প্রকাশ করার আবেদন জানিয়েছে তারা।
অপরদিকে এলাকাবাসীদের এই অভিযোগ স্বীকার করে নেন নারায়ণগড় ব্লকের বাখরাবাদ ১৩ নম্বর অঞ্চলের প্রধান ঊষা ঘোড়াই। তিনি জানান, এলাকাবাসীরা যে অভিযোগ আনছেন তা ভুল নয়। আমার মনে হয় পুনরায় সার্ভে করে তালিকা তৈরি করা উচিত। অর্থাৎ আবাস যোজনা দুর্নীতি ইস্যুকে কেন্দ্র করে যখন উত্তাল রাজ্য রাজনীতি, সেই সময় এলাকাবাসীর বিক্ষোভ এবং অভিযোগ স্বীকার করে নিয়ে তালিকার সংশোধন এবং নতুন তালিকা প্রকাশের ক্ষেত্রেও মত প্রকাশ করলেন এলাকার অঞ্চল প্রধান। তবে তিনি এও জানান, এই তালিকা করার ক্ষেত্রে অঞ্চলের কেউ বা তিনি নিজে কোনো ভাবেই জড়িত নয়। তবে তালিকাটি সংশোধন করে আবার করা উচিত বলে দাবি তাঁর।

