কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১ নভেম্বর: ঘাটাল রেডক্রস সোসাইটির পক্ষ থেকে দেওয়ান চক ১ এবং দেওয়ান চক ২ ব্লকের ৫০ জন তপশীলি উপজাতিদের মাস্ক, স্যানিটাইজেশন এবং ত্রিপল দেওয়া হল। আজ দেওয়ান চক ২ ব্লকের ঘোলসাই ফ্লাড সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হয় প্রাপকদের হাতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, দেওয়ান চক ২ ব্লকের উপপ্রধান প্রশান্ত বাউরি, ঘাটাল রেডক্রস সোসাইটির কোষাধ্যক্ষ অরুপ চৌধুরী, শুভদীপ দাস, ভোলানাথ ঘোষ। রেডক্রস সোসাইটির কোষাধ্যক্ষ জানান, আমফানে ক্ষতিগ্রস্থ তপশীলি উপজাতিদের ত্রিপল দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছিল তাই আজকে এক অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ান চক ১ এবং ২ গ্রাম পঞ্চায়েতের সিলেকটেড প্রকৃত ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেওয়া হল ত্রিপল, মাস্ক, স্যানিটাইজেশন।