স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ মে: ভারতীয় রেডক্রসের কৃষ্ণগঞ্জ শাখার উদ্যোগে কৃষ্ণগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় লকডাউনের জন্য দুঃস্থ পরিবারদের বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন শাখার সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানা যায়, সামাজিক দূরত্ব মানার কারণে সংগঠনের সদস্যরা প্রকৃত দুঃস্থদের চিহ্নিত করে তাদের বাড়ি বাড়ি নিজেরাই খাবার পৌঁছে দিচ্ছেন।
বৃহস্পতিবার ১২০ জন দুঃস্থ মানুষের বাড়ি খাবার পৌঁছে দেয়া হয়েছে। লকডাউন যতদিন চলবে ততদিন এই খাদ্য সামগ্রী বিতরণ চলতে থাকবে। এদিন প্রত্যেককে চাল, ডাল, সয়াবিন, তেল, সাবান, শ্যাম্পু ও নুনের প্যাকেট কৃষ্ণগঞ্জ রেডক্রস সোসাইটির পক্ষ থেকে দেওয়া হয়।