আর বিলম্ব নয়! টেট উত্তীর্ণদের নিয়োগ শুরু হবে ডিসেম্বর থেকেই, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ১১ নভেম্বর: সরকারি চাকরির পরীক্ষায় পাশ করেও তারা দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন। সসম্মানে পাশ করেও নিয়োগপত্র হাতে না পাওয়ায় রোজগারের পথ দেখতে পারেননি বহু টেট উত্তীর্ণ ছাত্র-ছাত্রী। করোনা পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী যতবারই নবান্ন বা অন্য কোথাও থেকে ফেসবুক লাইভ করেছেন, ততবারই টেট উত্তীর্ণরা তাদের নিয়োগের দাবিতে কমেন্ট অংশে নিজেদের ক্ষোভ জাহির করেছেন। পাশ করেও চাকরি না পাওয়ায় বারবার রাস্তায় নেমে আন্দোলন অনশন এমনকি মৃত্যুর ঘটনা ঘটেছে। একইসঙ্গে পড়ুয়াদের হাইকোর্টে করা একাধিক মামলায় আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া।

এই পরিস্থিতি থাকলে আগামী বিধানসভা নির্বাচনে এইসব ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের একটা বড় অংশের ভোট যে বিরোধীপক্ষের ঝুলিতে পড়বে, তা ভালো মতই আঁচ করতে পেরেছে রাজ্য প্রশাসন। তাই এই সমস্যা সমাধানে বছরের প্রথম দিকে একবার চেষ্টা করেছিল রাজ্য। কিন্তু করোনা পরিস্থিতি এসে যাওয়ায় সে প্রক্রিয়া আটকে ছিল। রাজ্যে সুস্থতার হার ৯০ শতাংশে পৌঁছে যাওয়ায় এবার সেদিকে নজর দিলেন মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই রাজ্যের টেট উত্তীর্ণদের নিয়োগ করা হবে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, করোনা কমলেই টেট উত্তীর্ণদের চাকরিতে নিয়োগ করা হবে। তবে ২০ হাজার টেট উত্তীর্ণদের সংখ্যা হলেও আপাতত শূন্য পদ অনুযায়ী সাড়ে ১৬ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে টেট উত্তীর্ণদের। দ্বিতীয় ধাপে বাকিদেরও দ্রুত নিয়োগ করা হবে। ডিসেম্বর মাস থেকে শুরু করে ২ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে বলে এদিন আশ্বাস দিয়েছেন তিনি।
এছাড়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আড়াই লাখ অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রী জানিয়েছেন তারা তৃতীয় বারের জন্য টেট পরীক্ষা দিতে চান। ওই পরীক্ষার্থীরা চাইলে অফ লাইনে পরীক্ষা দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *