সাথী দাস, পুরুলিয়া, ২৯ আগস্ট: ক্রমাগত আক্রান্ত বাড়তে থাকায় সুস্থতার হার ৫০ শতাংশের নীচে নামল পুরুলিয়ায়। শনিবার ৬০ জন আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার গিয়ে দাঁড়াল ৪৯.৬৭ শতাংশ। আর এতে উদ্বেগ বাড়ল প্রশাসনের।

পুরুলিয়া শহর সহ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রয়েছেন ৬১৭ জন। পুরুলিয়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। আক্রান্তদের মধ্যে প্রশাসনিক আধিকারিক, পুলিশ, চিকিৎসক, সেবিকা, বাদ নেই কেউ। এর সঙ্গে রয়েছে সাধারণ মানুষও। পুরুলিয়া শহরে গোষ্ঠী সংক্রমণ বাড়ছে বলে প্রশাসনের অনুমান। পুরুলিয়া জেলাজুড়ে লালা রসের নমুনা সংগ্রহের হার বাড়তেই আক্রান্তের সংখ্যা বাড়ল বলে মনে করছে প্রশাসন। এর মধ্যেই হাট বাজার রাস্তায় এখনও মুখে মাস্ক না দেওয়া লোকের সংখ্যা দেখা যাচ্ছে। কোথাও সামাজিক দূরত্ব মানার বালাই নেই যেন।

আজ জেলায় ১৪৬৬ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় কনটেইনমেন্ট জোন বেড়ে দাঁড়াল ২৯৪টি। এদিনের জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী মোট ১২২৮ জন আক্রান্তের মধ্যে ৬১০ জন করোনা মুক্ত হয়ে গেছেন।

