সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৩ মে :
পুরুলিয়া শহরের একটি পরিত্যক্ত জায়গা থেকে মহিলার গলায় ওড়নার ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ বেলায় পুরুলিয়া শহরের পুরনো পুলিশ লাইন এলাকা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুরুলিয়া সদর থানার পুলিশ। জানা গেছে, মৃত ওই গৃহবধূর নাম জ্যোৎস্না গরাই। তাঁর বাড়ি পুরুলিয়া শহরের নীলকুঠিডাঙ্গা এলাকার মনসা মন্দির পাড়ায়। কিভাবে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।
ওই বধূর পারিবারিক সূত্রে জানা গিয়েছে , শুক্রবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যান জ্যোৎস্না গরাই। তারপর সকালে ঘুম থেকে উঠে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। পরে এলাকাবাসী পুরোনো পুলিশ লাইন এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে মহিলার গলায় ওড়নার ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারাই পুলিশকে খবর দেন।