আমাদের ভারত, ২৬ ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে। যা অবশ্যই একটি রেকর্ড। ইউটিউবের প্রকাশিত পরিসংখ্যান থেকেই এই তথ্য জানাগেছে। ভারতে শুধু নয়, সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তার ধারে কাছে নেই বিশ্বের আর কোনো রাজনীতিক।
মোদীর পরে দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জোঁ বলসোনারো। তার সাবস্ক্রাইবার সংখ্যা ৬৫ লাখ। তৃতীয় স্থানে রয়েছে ইউক্রেনের জেলেনেস্কি। তার সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লাখ।চতুর্থ স্থানে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। তার সাবস্ক্রাইবার সংখ্যা ৮ লাখ।
ইউটিউবে জনপ্রিয়তার নিরিখে মোদী থেকে বহু দূরে ইম্যানুয়েল ম্যাক্রো, জাস্টিন ট্রুডো।
দেশের কোনো রাজনীতিকও মোদীর আশেপাশে নেই। তার পর দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার সাবস্ক্রাইবের সংখ্যা ৩৫ লাখ। শুধু সাবস্ক্রাইবার সংখ্যা নয়, ইউটিউবে ভিডিওর ভিউয়ের দিক থেকে অন্যান্য রাজনৈতিকদের চেয়ে অনেকটাই এগিয়ে মোদী। মোদীর ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউ ৪৫০ কোটি। সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে বড় সাফল্য পেয়েছে বিজেপি, গেরুয়া শিবিরের অনেকেরই দাবি। কারণ এই জয়ের পেছনে রয়েছে মোদী ম্যাজিক, আর ইউটিউবের পরিসংখ্যান তা আবার প্রমাণ করে দিল।

