রেকর্ড! ১৭ লক্ষ প্রদীপের আলোয় ঝলমল করে উঠল অযোধ্যা, আলোর রোশনাইয়ে আপ্লুত মোদী, পুজো দিলেন রামমন্দিরে

আমাদের ভারত, ২৩ অক্টোবর:
১৭ লক্ষ প্রদীপের আলোয় দীপাবলীর আগের দিনই ঝলমল করে উঠল অযোধ্যা। সরযু নদীর তীরে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপ্লুত। রবিবার মোদী অযোধ্যার রাম মন্দিরের রামলালা দর্শন করেন ও পুজো দেন।

অযোধ্যায় মোদীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিকেল সাড়ে চারটেয় তিনি মন্দির নগরী অযোধ্যায় পৌঁছান। সেখানে রাম মন্দির প্রাঙ্গণে দর্শন শেষে পুজো দেন। এরপর অতিথি নিবাসে বেশ কিছুটা সময় কাটিয়ে সরযূ নদীর তীরে পৌঁছান। সেখানে আরতী দেখার পর দীপ উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ১৭ লক্ষ প্রদীপ দিয়ে সাজানো হয়েছিল ঐ চত্বর।

অযোধ্যা প্রশাসন সূত্রে খবর, ১৭ লক্ষ প্রদীপ সাজানোর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। প্রত্যেক স্বেচ্ছাসেবককে ২৫৬ টি প্রদীপ জ্বালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। কাজ করেছেন মোট ২ হাজার স্বেচ্ছাসেবক। এত প্রদীপ রয়েছে এক একটি বর্গাকার ক্ষেত্রের মধ্যে। দুটি বর্গক্ষেত্রের মধ্যে দূরত্ব দুই থেকে আড়াই ফুট। পাশাপাশি থাকা এমন অনেক বর্গ ক্ষেত্রে ছিল মোট ১৭ লক্ষ প্রদীপ।

রবিবার অযোধ্যায় মূলত দীপ উৎসব উপলক্ষে হাজির হয়েছিলেন বহু মানুষ। প্রধানমন্ত্রী ছাড়াও একাধিক ভিআইপি উপস্থিত ছিলেন। তাই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছিল। সকলের নিরাপত্তার জন্য ৪ হাজার বিশেষ প্রশিক্ষিত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। দর্শকদের যাতে কোনওরকম সমস্যা না হয় তা নিশ্চিত করতে সাদা পোশাকের পুলিশ ঘুরেছে। আলোয় ঝলমলে সন্ধ্যায় সরযূ নদীর তীরে শুধু দেশেরই নয় বিদেশের বহু মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *