একই পরিবারের ১৪ জন সহ রেকর্ড আক্রান্ত মেদিনীপুরে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ আগস্ট: একই পরিবারের চোদ্দ জন সহ মেদিনীপুর শহরে মোট আক্রান্তের সংখ্যা তিনশ ছাড়িয়েছে। শুধুমাত্র শুক্রবার রাতেই শহরে আটচল্লিশ জনের আক্রান্তের খবর পাওয়াগেছে। এদিন রাতে প্রকাশিত জেলা স্বাস্থ্য ভবনের রিপোর্টে জেলায় একদিনে ২৯২ জনের নতুন করে আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছে।

এরমধ্যে শহরের বকশিবাজারে একই পরিবারে ১৪ জন আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার পরিবারের এক বয়স্ক সদস্য শ্বাসকষ্ট নিয়ে শালবনি কোভিড হাসপাতালে ভর্তি হন। এরপর পরিবারের অন্যান্যরা বুধবার শহর সংলগ্ন আয়ুশ  হাসপাতালে নমুনা দিয়ে আসেন। শুক্রবার রাতে পরিবারের ১৩ জনের রিপোর্ট পজিটিভ দেখানো হয়েছে। এদের সকলেই উপসর্গহীন হওয়ায় স্বাস্থ্য দপ্তরের অনুমতিতে তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা পরিস্থিতির মোকাবিলা করতে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই বিষয়ে শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বৈঠক করেন রাজ্য স্বাস্থ্য ভবনের করোনা ও এসডি ডা: গোপাল কৃষ্ণ ঢালি। সাথে ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মন্ডল, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারঙ্গী, মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু।

গোপাল কৃষ্ণ ঢালী বললেন, করনা আক্রান্তদের পরিষেবা দেওয়ার জন্য কর্মরত চিকিৎসকদের পাশাপাশি মেডিকেল কলেজের সম্পূর্ণ সহযোগিতার প্রয়োজন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *