আমাদের ভারত, হাওড়া, ১৩ অক্টোবর: পথশ্রী অভিযানে মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়া ২ নং ব্লকে ৪টি রাস্তার পুনর্নির্মাণের সূচনা করলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি। জানাগেছে, প্রায় ৮০ লক্ষ টাকায় এই রাস্তাগুলো পুনর্নির্মাণ হচ্ছে। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ২ নং ব্লকের বিডিও নিশীথ কুমার মাহাতো, হাওড়া জেলা পরিষদের সদস্য মদন মোহন মন্ডল, রাজাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজয় সিং সহ অন্যান্যরা। উলুধ্বনি, পুষ্পবৃষ্টির পাশাপাশি নারকেল ফাটিয়ে রাস্তার পুনঃনির্মাণে কাজের সূচনা করেন বিধায়ক ইদ্রিস আলি।
বিধায়ক বলেন, এই রাস্তাগুলির নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ তাদের সমস্যার কথা আমাদের কাছে জানিয়েছিল। আমরা সাধারন মানুষের সমস্যার কথা মাথায় রেখে এই রাস্তাগুলো পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিই এবং আজ সেই কাজের সূচনা হলো। বিধায়কের মতে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছেন তা ইতিহাস। শুধু ভারতবর্ষ নয়, মুখ্যমন্ত্রীর এই কাজ বিশ্বের দরবারেও প্রশংসিত। তিনি বলেন, বিরোধীরা মুখ্যমন্ত্রীর এই উন্নয়নের কাজক সহ্য করতে না পেরে কুৎসা রটাচ্ছে, রাজ্যের মানুষ এর যোগ্য জবাব দেবে বলে দাবি করেন ইদ্রিস আলি।