আমাদের ভারত, হাওড়া, ২ নভেম্বর: বিশ্ব নবি দিবস উপলক্ষ্যে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলির উদ্যোগে এবং হাওড়া জেলা সর্বধর্ম সমন্বয় কমিটির পরিচালনায় সোমবার উলুবেড়িয়া পৌরসভার ২৫ নং ওয়ার্ডের গরুহাটার কাছে অনুষ্ঠিত হল সম্প্রীতি সম্মেলন। এই সম্প্রীতি সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ইদ্রিস আলি, বিধায়ক পুলক রায়, স্বামী পরমানন্দ মহারাজ, সিজবেড়িয়া জামে মসজিদের পেশ ইমাম মুফতি নাসিমউদ্দিন কাশেমী সহ অন্যান্যরা।
এদিন বিধায়ক ইদ্রিস আলি বলেন, যদি আমরা আমাদের নিজেদের ধর্মকে সঠিক ভাবে মানি তাহলে হিংসা দাঙ্গা খুনোখুনি কোনটাই হবে না। এই রাজ্য সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এখানে সর্ব ধর্মের মানুষ একসাথে বসবাস করে। আর সেই কারণে আমরা এখানে কাউকে কোনও রকম অশান্তি লাগাতে দেব না। তিনি বলেন, রাজ্যের পাশাপাশি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের মানুষ শান্তি প্রিয়। তারা কোনও দিন অশান্তি চান না। কিন্তু কিছু মানুষ পরিকল্পিতভাবে অশান্তি পাকাতে চাইছে, যদিও আমরা কোনও দিন সেটা হতে দেব না। এদিনের এই সম্প্রীতি সম্মেলন থেকে তিনি পৃথিবীকে করোনা মুক্ত হওয়ার আহ্বান জানান।