পুরুলিয়ায় রাত হতেই পুলিশের নির্দেশিকা অমান্য করে দাপিয়ে বেড়াল বাইক, বেপরোয়া রোমিও জুটি

সাথী দাস, পুরুলিয়া, ২৩ অক্টোবর: হাইকোর্ট ঘোষণা করেছে পূজো মণ্ডপ ও মন্দির কন্টেনমেন্ট জোন। তাই হাতে দস্তানা ও মুখে মাস্ক পরে সপ্তমীর পুজো সারলেন পুরোহিতরা। নিয়ম মেনে দূর থেকে অঞ্জলি দিলেন ভক্তরা। পুজোর ফাঁকে রমরমিয়ে বাজল মাইক, সাউন্ড বক্স। আর রাত হতেই দাপিয়ে বেড়াল বাইক, বেপরোয়া রোমিও জুটি। পুলিশের নির্দেশিকা অমান্য করার দৃশ্য রাতে দেখা গিয়েছে পুরুলিয়া শহর ও শহরতলিতে।

সপ্তমীর এই দৃশ্য অষ্টমীতে হবে না এর গ্যারেন্টি পুলিশ দিতে পারেনি। জনসচেতনতা বাড়াতে কসুর করেনি পুলিশ। তবুও নাছোড়বান্দা কিছু মানুষের কারণে পুজোর মধ্যেই করোনা সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ মহল। পুলিশ আধিকারিক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার ষষ্ঠীর দিন থেকেই করোনা ঠেকানোর সরকারি নির্দেশিকা বলবৎ করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। কিন্তু দেখাযাচ্ছে বেপরোয়া কিছু মানুষ।

জেলায় ৪৩৬ টি কনটেইনমেন্ট জোন রয়েছে। ৬৭৩ জন করোনা আক্রান্ত রয়েছেন। প্রতিদিন গড়ে প্রায় ৫০ জনের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। জেলায় সুস্থতার হার ৮৫.৬২%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *