আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ সেপ্টেম্বর:
শিক্ষক দিবস পালনের মঞ্চেছাত্র ও শিক্ষকদের সংবর্ধনা জানাল বিজেপি। বুধবার বিকেল তিনটে নাগাদ উত্তর ২৪ পরগনার বিজেপি টিচার্স সেল বারাসত সাংগঠনিক জেলা ও গোবরডাঙ্গা পৌরমন্ডলের উদ্যোগে অনুষ্ঠান হয়। এই একই মঞ্চ থেকে তৃণমূল থেকে ২০০জন বিজেপিতে যোগ দেয়। শহরের প্রায় ৩০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ৫০ জন পড়ুয়াকে এক মঞ্চে
সংবর্ধনা জানানো হয়।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়, বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিত দাস, হাবড়া গ্রামীন ১ মণ্ডল সভাপতি সত্যজিৎ মল্লিক, বিজেপি টিচার্স সেল বারাসত সাংগঠিক জেলার কনভেনার মনোজ কুমার বালা সহ দলের কর্মী সমর্থক বা বিশিষ্ট শিক্ষক ও গুণীজনেরা। অনুষ্ঠানের শেষে বিজেপিতে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন, বিজেপির জেলা সভাপতি, শঙ্কর চট্টোপাধ্যায়, বিধায়ক বিশ্বজিত দাস।

অনুষ্ঠানের উদ্যোক্তা মনোজ বালা বলেন, শিক্ষক দিবস শুধু শিক্ষকদের জন্যই নয়, এই দিনটি পড়ুয়াদেরও। সে কথা মনে রেখেই অনুষ্ঠানের রূপরেখা ঠিক করা হয়। এদিন শিক্ষক দিবস উপলক্ষ্যে দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষা সহায়ক বিতরণ করা হয়। এছাড়া সমাজের জ্ঞানী গুণীদের
সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের আশীর্বাদ ও শুভেচ্ছা জ্ঞাপনের সঙ্গে সঙ্গে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে পালিত হল দিনটি।

