Aniket Mahato, RG Kar, অভয়ার ন্যায়বিচারের দাবিতে আর জি কর আন্দোলনের অন্যতম মুখ ডাঃ অনিকেত মাহাতোর সংবর্ধনা সভা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ নভেম্বর: অভয়ার ন্যায়বিচারের দাবিতে গড়ে ওঠা আর জি কর আন্দোলনের বলিষ্ঠ সংগ্রামী মুখ ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের অন্যতম কান্ডারী ডাঃ অনিকেত মাহাতোকে আজ মেডিকেল সার্ভিস সেন্টার(এম.এস.সি.), প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (পি.এম.পি.এ.আই.), নার্সেস ইউনিটির পূর্ব মেদিনীপুর শাখা এবং মেচেদার নাগরিক সমাজের পক্ষ থেকে মেচেদা বিদ্যাসাগর গ্রন্থাগারের বিদ্যাসাগর হলে বিকালে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক ডাঃ ভবানী শংকর দাস। সভাপতি মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে অভয়ার মূর্তি সম্মিলিত একটি স্মারক ও মানপত্র তুলে দেন ডাঃ অনিকেত মাহাতোর হাতে। এছাড়া মেচেদার “উদয়ন” সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকেও স্মারক তুলে দেওয়া হয়।

সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন মেচেদার বিশিষ্ট নাগরিক গণেন রায়, ডাঃ বিশ্বনাথ পড়িয়া, ডাঃ রমেশ বেরা, ডাঃ জয়দেব ঘড়া, নার্সিং কলেজের শিক্ষিকা মানসী দাস ও অন্বেষা মাইতি, শিল্পী অসিত সাঁই সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সোমা সাউটিয়া, রামচন্দ্র সাঁতরা, লীনা দাস সহ মেচেদার বহু নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন ডাঃ অনিকেত মাহাতো তার কয়েকজন সাথীকে সঙ্গে করে আর জি কর- এর ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের শাস্তির দাবিতে সারা দেশজুড়ে আন্দোলন গড়ে তুলেছিলেন এবং এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য ক্ষেত্রে যে থ্রেট কালচার চলছে তার বিরুদ্ধে নিরলস লড়াই চালিয়ে যাচ্ছেন। এমনকি রাজ্যের ক্ষমতাসীন সরকার তার চাকরি নিয়ে হেনস্তা করছে। তার বিরুদ্ধেও ডাঃ মাহাতো যেভাবে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তা অভিনন্দনযোগ্য। কিছুতেই শাসক শ্রেণি তার মাথা নোয়াতে পারেনি। সম্প্রতি উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার সময় সেই এলাকার মানুষদের স্বাস্থ্যপরিষেবা দেওয়ার জন্য সঙ্গী সাথীদের নিয়ে ছুটে গেছেন। তার লড়াইকে আমরা সকলেই কুর্নিশ জানাচ্ছি। ডাঃ মাহাতোকে দেখার জন্য হল ছিল কানায় কানায় পূর্ণ।

ডাঃ মাহাতো বলেন, এই ধরনের সভার জন্য আমি আনন্দিত। আমাকে আরো সাহস ও শক্তি দিচ্ছে। হাজার চেষ্টা করেও শাসক শ্রেণি মানুষের বিবেককে যে মারতে পারেনি, তা এই সভা প্রমাণ করছে। আর জি কর হাসপাতালের নারকীয় অত্যাচারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন দেশ ছাড়িয়ে বিদেশেও অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই আন্দোলনের প্রেরণা দিচ্ছে। সমস্ত রকম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমি জীবনের শেষ দিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করব এই ঘোষণা করছি। সমগ্র সভাটি পরিচালনা করেন মেডিকেল সার্ভিস সেন্টারের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক ডাঃ মেহতাব আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *