বিদ্রোহ জারি! হুগলীতে গিয়ে কল্যাণ’কে বিঁধলেন শুভেন্দু

আমাদের ভারত, হুগলী, ২০ নভেম্বর: “হুগলী জেলার প্রাক্তন সাংসদ অনিল বসু যখন কাউকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তখনও হুগলী জেলার মানুষ তা সমর্থন করেননি, এখন বর্তমান জনপ্রতিনিধিও যদি আমাকে বা আমার পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করেন হুগলী জেলার মানুষ তা সমর্থন করবেন না” নাম না করে শ্রীরামপুরের সাংসদকে বিঁধলেন শুভেন্দু অধিকারী। আজ হুগলীর বলাগড়ে “আমরা দাদার অনুগামী”দের আয়োজিত শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে এসে এই মন্তব্য পরিবহন মন্ত্রীর।

গত ১২ নভেম্বর হুগলীর চাঁপদানির কর্মিসভায় নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে কল্যাণ ব্যানার্জি বলেছিলেন, এতগুলো মন্ত্রীত্ব, চেয়ারম্যান পদ সবই মমতা বন্দোপাধ্যায়ের জন্য। মুখ্যমন্ত্রী না থাকলে মিউনিসিপালিটিতে বসে আলু বেচতে হত। তার পর আজ হুগলীতে এসে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের বিষয়ে স্বামীজীর বেশ কিছু কথা বলার পর শুভেন্দুর এই মন্তব্য যথেষ্টই অস্বস্তিতে ফেলেছে হুগলী জেলা তৃণমূল নেতৃত্ব কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *