স্বাস্থ্য বিধিকে বুড়ো আঙুল দেখিয়েই রাবণ বধ হল খড়্গপুরে

আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ অক্টোবর:
স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়েই রাবণ বধ হল খড়্গপুরে। গত বছরের পরিস্থিতি থেকে শিক্ষা নেয়নি দশেরা উৎসব কমিটি। কয়েক হাজার মানুষের থিকথিকে ভিড়ের মধ্যেই রাবণবধ অনুষ্ঠান অনুষ্ঠিত হল খড়্গপুরের রাবণ ময়দানে।

করোনা ছড়াবে না প্রশ্নের উত্তরে নেতারা বলছেন, সব ঈশ্বরের উপরেই ছেড়ে দিয়েছি। উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে মাস্ক স্যানিটাইজার দেওয়া হয়েছে প্রত্যেক দর্শনার্থীদের।

মঞ্চে উপস্থিত পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল খড়্গপুর পুরসভার পুরো প্রশাসক প্রদীপ সরকার বিধায়ক অজিত মাইতি জেলা সভাপতি সুজয় হাজরা সহ অন্যান্য নেতাদের অধিকাংশের মুখেই মাস্ক ছিল না। ছোট শিশুরাও মাস্ক ছাড়াই থিকথিকে ভিড়ের মধ্যেই রাবণ দহন দেখতে গিয়েছিল রাবণ ময়দানে। অথচ উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে মাস্ক স্যানিটাইজার দেওয়া হয়েছে প্রত্যেক দর্শনার্থীকে। উৎসবের মরসুমে রাজ্যে যখন করোনা ঊর্ধ্বমুখী হচ্ছে উৎসবের পর কী চেহারা নেয় সেটা এখন দেখার পালা। আর তার মধ্যেই খড়্গপুরে রাবণ বধ আবার বিতর্কের শিরোনামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *