আমাদের ভারত, কুমারেশ রায়, মেদিনীপুর, ২৭ এপ্রিল: দাসপুর থেকে রেশনের চাল ও আটা বাজেয়াপ্ত করল ঘাটালের মহকুমা শাসক অসীম পাল। সোমবার দুপুরে বিশেষ সূত্রে খবর পেয়ে ঘাটালের মহকুমা শাসক অসীম পাল, খাদ্য দফতরের আধিকারিক পিটার বর ও অন্যান্য আধিকারিকদের নিয়ে সামাটে অবৈধ মজুদ করে রাখা গুদামে হানা দেয়। সামাটের ব্যবসায়ী অলোক ঘোড়ইয়ের গুদাম থেকে উদ্ধার হয় রেশনের চাল ও আটা। জানা যায় রেশনের চাল আটা তিনি গোডাউনে মজুদ করে রেখেছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি রেশনের চাল আটা কিনে ব্যবসা করতেন সেই খবর প্রশাসনের কাছে গেলে আজ দুপুরে সেখানে হানা দেন মহকুমা শাসক। চাল-আটা বাজেয়াপ্ত করা হয়। খাদ্য দফতরের আধিকারিক জানিয়েছেন রেশনেরই চাল-আটা। মহকুমা শাসক জানিয়েছেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।