গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৩ জুন: নিয়ম নীতি মেনে দূরত্ব বজায় রেখে রথযাত্রা উৎসব পালিত হল কামারপুকুর রামকৃষ্ণ মঠে। করোনাভাইরাসের জেরে মঠের বাইরে বের করা হল না জগন্নাথের রথ। মঠের ভেতরেই সাধু, ব্রহ্মচারী ও মহারাজ ও কর্মীদের উপস্থিতিতে জগন্নাথ দেবের রথ টানা হয়। ভক্তদের ও সাধারণ মানুষকে মঠের মধ্যে প্রবেশ করতে দেওয়া হল না। তবে দর্শন করার জন্য ১০ জন করে মঠের মধ্যে প্রবেশ করে রথ দর্শন করতে পারবেন।
কামারপুকুর মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরা নন্দজি মহারাজ জানান, প্রতি বছর এখানে রথযাত্রা উৎসব পালিত হয়। রথযাত্রা বের করে গোটা গ্রাম পরিক্রমা করা হয়। তবে এবছর করোনাভাইরাসের জেরে আমরা ঠাকুর জগন্নাথ দেবের রথ মঠের বাইরে বেরোনা বাতিল করেছি। আজ সকাল সাতটায় জগন্নাথ দেবের পূজা হয়েছে। সাধু ব্রহ্মচারী কর্মী যারা আছেন তারা সবাই মিলে রথ টেনে নিয়ে গিয়ে রামকৃষ্ণ দেবের মন্দিরে রথ পরিক্রমা করা হয়। সেখান থেকে রথ টেনে নিয়ে আবার মঠের মধ্যে নিয়ে আসা হয়। এরপর রথটি গেটের ভিতরে রেখে দেওয়া হয়েছে। যে ভক্তরা মঠের মধ্যে জগন্নাথ দেবকে দর্শন করতে আসবে তাদের উদ্দেশ্যে কিছু নিয়ম করে দেওয়া হয়েছে। মঠের ভিতরে ঢুকতে গেলে সানিন্টাইজ করে মাক্স পড়ে তবেই মঠের মধ্যে ঢুকতে পারবেন তারা এবং জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। একসঙ্গে ১০ জনের বেশি মঠের মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়।