“দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দুরদৃষ্টি রয়েছে সরকারের”, মোদী- শাহের প্রশংসায় পঞ্চমুখ রতন টাটা

আমাদের ভারত,১৭ জানুয়ারি:দেশের অর্থনীতির বেহাল অবস্থা। সরকারের নীতি নিয়ে খুশি নয় শিল্পমহলের একটা বড় অংশ। তার মধ্যে কিছু দিনের মধ্যেই পেশ হতে চলেছে বাজেট। তার আগে মোদী সরকারের পঞ্চমুখী প্রশংসা করলেন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা।রতন টাটার দাবি একাধিক দূরদর্শী পদক্ষেপ নিয়েছে মোদী সরকার।

গুজরাটের গান্ধীনগরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিলস- এর শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রতন টাটা বলেন, ভারতকে এগিয়ে নিয়ে যেতে সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের। সরকারের দূরদর্শিতার জন্য সকলের উচিত তাকে সমর্থন করা।

গান্ধীনগর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিলসের ভাগীদার টাটা গ্রুপ। কুড়ি একর জমির ওপর তৈরি হতে চলেছে আই আই এস। গান্ধীনগর ছাড়াও এই প্রতিষ্ঠান তৈরি হচ্ছে কানপুর এবং মুম্বাইতে। এই প্রতিষ্ঠান যুবকদের কর্মমুখী কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ দেওয়া হবে নবীন উদ্যোগ পতিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *