আমাদের ভারত, কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : চলে গেলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কলকাতার প্রবীণ স্বয়ংসেবক অজিত বিশ্বাস। আজ দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অজিতবাবুর বাড়ি কলকাতার কাঁকুড়গাছিতে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। রেখে গেলেন তাঁর স্ত্রী, পুত্র এবং কন্যাকে।
অজিত বিশ্বাসের জন্ম ৯ জুন ১৯৩৬ সালে। ছোট থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংস্পর্শে আসেন তিনি। কলকাতার প্রথম শাখা মানিকতলা শাখার স্বয়মসেবক, মুখ্য শিক্ষক, কার্যবাহ, নগর কার্যবাহ, কলকাতা মহানগর সম্পর্ক প্রমুখ সহ সংঘের বিভিন্ন দায়িত্ব ও বিবিধ ক্ষেত্রের অনেক দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন তিনি।
ভারতীয় জনসংঘের অন্যতম প্রাণপুরুষ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় সরসঙ্ঘচালক শ্রীগুরুজী গোলওয়ালকারের সান্নিধ্যে সঙ্ঘের কাজকে বিস্তৃত করেন তিনি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিক্ষক সংগঠন ABRSM এর বাংলায় কাজ শুরুর পুরোধা ছিলেন এবং জাতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন বেশ কয়েক বছর।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আশ্রয়দানে তিনি বড় ভূমিকা নিয়েছিলেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ডাক্তার কালিদাস বৈদ্যর লেখা বইতে অজিত বিশ্বাসের কাজ এবং ভূমিকা যথেষ্ট প্রশংসিত হয়েছে। এদিন সন্ধ্যায় তাঁর মরদেহ নিয়ে আসা হয় আরএসএসের সদর দপ্তর কেশব ভবনে। সেখানে সবাই একে একে শ্রদ্ধা জানান