আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: দুই শতাব্দী প্রাচীন শ্রী শ্রী কালাচাঁদ জিউয়ের রাস উৎসব ও ভক্ত মিলনানন্দ অনুষ্ঠান শুক্রবার শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুরে। অতুল চন্দ্র গোস্বামী প্রতিষ্ঠিত এই উৎসব বহুকাল ধরে চলে আসছে। ১৯ নভেম্বর এই উৎসবের সূচনা হয়েছে, চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
অতীতে অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের প্রয়াত প্রাক্তন অধ্যক্ষ ড: সত্য শংকর গোস্বামী। সম্প্রতি তাঁর প্রয়াণে উৎসবে কিছুটা বিষাদের আবহ রয়েছে। দীর্ঘ দুই শতাব্দী ধরে ভক্ত সমাগম, শ্রীকৃষ্ণকীর্তন, বাউলগান এবং কয়েক হাজার মানুষের অন্নকূট উৎসবের এর মধ্য দিয়ে মহাসমারোহে উৎসব পালিত হয়ে আসছে। নগর সংকীর্তন, কবিগান, ভজন, কম্বল ও বস্ত্র বিতরণ, যোগ ব্যায়াম প্রদর্শনী, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নানান কর্মসূচির মধ্য দিয়ে উৎসব পালিত হয়।
উৎসব কমিটির উদ্যোক্তাদের অন্যতম শোভন কুমার গোস্বামী বলেন, এই উৎসবের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই উৎসবে সমাগত হন।আনন্দপুরবাসীর মধ্যে এই নিয়ে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।