আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩০ জুন: রায়গঞ্জ শহরের কান্তনগর এলাকা থেকে উদ্ধার হল বিলুপ্তপ্রায় হিমালয়ান ভালচার বা শকুন। স্থানীয় সূত্রের খবর, আহত অবস্থায় কয়েকদিন ধরেই ওই এলাকায় শকুনটিকে পড়ে থাকতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার পশুপ্রেমী সংস্থার সদস্যদের খবর দিলে তারা তড়িঘড়ি এসে ওই বিরল প্রজাতির শকুনটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয়।
পশুপ্রেমী সংস্থার সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, এই ধরনের বিরল প্রজাতির হিমালয়ান ভালচার এখন দেখা যায় না বললেই চলে। এ জেলাতে এই প্রজাতির পাখির সংখ্যা শূন্য। সে কারনে এর গুরুত্ব অনেকটাই বেশী। তিনি জানান, ২-৩ দিন থেকে আহত অবস্থায় পাখিটি পড়েছিল। তার পালক ছিঁড়ে নিয়ে যাচ্ছিল এলাকার মানুষজন। পাশাপাশি কুকুর এসে আঘাত করছিল পাখিটিকে। যার জেরে উড়তে পারছিল না শকুনটি।

বৃহস্পতিবার খবর পেয়ে এলাকা থেকে শকুনটিকে উদ্ধারের পর শুশ্রুষা করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। এধরনের বিরল প্রজাতির পাখি বা অন্যকোনো প্রাণি উদ্ধার হলে তাকে বিরক্ত না করে যাতে বনদফতর বা পশুপ্রেমীদের খবর দেওয়া হয় সে বিষয়ে সাধারন মানুষকে সচেতন হওয়ার বার্তা দেন তিনি।

