আমাদের ভারত, ৭ ডিসেম্বর:হায়দ্রাবাদের মতই তার মেয়ের ধর্ষকদেরও গুলি করে মারা হোক। মেয়ের মৃত্যুর পর শনিবার এমনটাই দাবি জানিয়েছেন উন্নাওর ধর্ষিতার বাবা। তিনি বলেছেন, “আমরা মেয়েকে হারিয়েছি। যারা ওকে মারল তাদের গুলি করে মারা হোক বা ফাঁসিতে ঝোলানো হোক।”
একই দাবি করেছেন উন্নাও গণধর্ষিতার ভাইও। বলেছেন “আমার বোনকে ওরা যেখানে পাঠিয়েছে, আমি চাই ওদের কেউ সেখানেই পাঠানো হোক।”
বুধবার আদালতে সাক্ষী দিতে যাওয়ার পথে বছর তেইশের ঐ নির্যাতিতা তরুণীর ওপর চড়াও হ য়অভিযুক্ত দুই ধর্ষক সহ পাঁচজন। ধর্ষক শিবম শুভমকে চিনতে পারলেও বাকিদের তিনি চেনেন না বলে পুলিশকে জানিয়েছিলেন ওই ধর্ষিতা। গলায় ছুরির আঘাত বেধড়ক মারধরে মাটিতে পড়ে গেলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই নর পিশাচরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই জানা যায় তার দেহের ৯০ শতাংশ পুড়ে গেছে। শুক্রবার রাত পৌনে ১১টায় মৃত্যু হয় তার। এরপর তার দেহ যায় ফরেন্সিক বিভাগে। তারপর তার দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
আপাতত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।ধর্ষিতার ভাই জানিয়েছে আমি চাই না ঐ পাঁচজন বেঁচে থাকুক। তার ভাই বলেন, “বোন বলেছিল আমি বাঁচতে চাই আমি তাকে বাঁচাতে পারিনি। মৃত্যু আগে সে বলে গেছে অভিযুক্তরা যেনো ছাড়া না পায়।”