আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৫ ডিসেম্বর: মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে ৮ বালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জের বাসুদেবপুরে। ঘটনার তদন্ত শুরু করে সামসেরগঞ্জ থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম এন্তাজুল হক। এন্তাজুল হকের বাড়ি বাসুদেবপুর স্টেশন সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার রাতে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সামশেরগঞ্জ থানার পুলিশ। শুক্রবার সকালে অভিযুক্ত ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয় এবং পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার জেরে দোষী ব্যাক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

